সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০২০ ২১:৩৮

নগরীর সড়ক দখল করে ব্যবসা করায় ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

সিসিকের ভ্রাম্যমাণ আদালত

বেআইনিভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জরিমানার ৩৮ হাজার ৫০০ টাকা আদায় করেন।

নগরীর মিরাবাজার, নাইয়রপুল ও জিন্দাবাজার এলাকায় সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।

সিলেট মহানগর পুলিশ, সিলেট সিটি করপোরেশনের বাজার, লাইসেন্স ও রাজস্ব শাখার কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত