তাহিরপুর প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২০ ১৭:৫৪

তাহিরপুরে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আটক ১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে কয়লাবাহী দুই ক্যারিং ট্রলারের মুখোমুখি সংঘর্ষে অনুকূল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি নৌকাসহ একজনকে আটক করে থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মদনপুর গ্রামের প্রিয় সুন্দর তালুকদার এর ছেলে। আটককৃত ব্যক্তি একই ইউনিয়নের খালিসাজুরী গ্রামের ধন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩৫)।

জানা যায়,উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মদনপুর গ্রাম মঙ্গলবার ভোর রাতে থেকে শ্রমিকরা বড়ছড়া শুল্ক স্টেশনে কাজের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে রওয়ানা দেন। একই সময়ে একই ইউনিয়নের খালিসাজুরী গ্রামের শ্রমিকরা ইঞ্জিন চালিত আরেকটি নৌকা নিয়ে বাগলী শুল্ক স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হন। যাওয়ার পথে অন্ধকারে পথভ্রষ্ট হয়ে পাটলাই নদীতে নবাবপুর গ্রামের সেলিম মিয়ার বাড়ির সামনে বাগলীগামী নৌকার চালক বিল্লাল মিয়া বড়ছড়ার গামী নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা অনুকূল (৩০) নামের এক যুবক গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য সুধাংশু পাল পাটলাই নদীতে নবাবপুর গ্রামের সেলিম মিয়ার বাড়ির সামনে দুটি ইঞ্জিন চালিত নৌকা মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়ে বলে নিশ্চিত করেছেন।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।

আপনার মন্তব্য

আলোচিত