গোলাপগঞ্জ প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২০ ২০:১৯

গোলাপগঞ্জে নদীর তীর থেকে মাটি উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীর তীর থেকে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বাকের মিয়া ব্রিকস ফিল্ড নামের ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটার মালিক বক্কর মিয়াকে অবৈধভাবে নদীর তীর থেকে বালু উত্তোলন না করতে নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি ) অনুপমা দাস।

সহকারী কমিশনার (ভূমি ) অনুপমা দাস জরিমানায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নদীর তীর থেকে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বাকের মিয়া ব্রিকস ফিল্ড নামের ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত