মৌলভীবাজার সংবাদদাতা

৩১ অক্টোবর, ২০১৫ ১৩:৪৬

অভিমানে কীটনাশক পান : মৌলভীবাজারে ১ গৃহবধূর মৃত্যু

মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়নের ছমিরুন বেগম (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

পরিবারের সঙ্গে অভিমান করে কীটনাশক পান করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, মৌলভীবাজারের ওসি বলছেন, এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর তা জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছমিরুন বেগম আমতৈল ইউনিয়নের আপারকাগাবালা গ্রামের ওয়াজিদ মিয়ার স্ত্রী।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে অভিমান করে ছমিরুন বেগম কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন রাতেই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আপনার মন্তব্য

আলোচিত