নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০১৫ ১৪:৩৮

বিএনপিতে অস্থিরতা চলছে, আরো অনেকে পদত্যাগ করতে পারেন: সিলেটে সৈয়দ আশরাফ

জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির ভেতরের অস্থিরতা চলছে। খালেদা-তারেকের সাথে অনেক শীর্ষ নেতাদের স্নায়ু যুদ্ধ চলছে। এসব কারণেই সমশের মবিন চৌধুরী পদত্যাগ করেছেন। আরো অনেকেই পদত্যাগ করতে পারেন।

আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের সাথে আলাপকালে সৈয়দ আশরাফ এসব কথা বলেন বলে জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের একাধিক নেতা।

যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে আজ (শনিবার) ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতি করেন আশরাফ। এসময় দলীয় সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সৌজন্য সাক্ষাতকালে সৈয়দ আশরাফ এসব কথা বলেন বলে জানান বিমানবন্দরে হাজির হওয়া একাধিক আওয়ামী লীগ নেতা।

সৈয়দ আশরাফের সাথে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্ঠা এইচটি ইমামও যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। তিনিও ওসানী বিমানবন্দরে প্রায় একঘন্টা যাত্রাবিরতি করেন।

সকাল ১০ টা ২০ মিনিটে তাদের বহনকারী বিমানটি ওসমানী বিমানবন্দর অবতরণ করে। এরপর ১১ টা ১০ মিনিটে ঢাকা শাহজালাল বিমানবন্দরের উদ্দ্যেশে রওয়ানা দেয়।

সৈয়দ আশরাফের সাথে সৌজন্য সাক্ষাত শেষে মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়া-তারেক রহমানের সাথে দুরত্বের কারণেই সমশের মবিন পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন আশরাফ।

জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদেশী হতাকান্ডকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন আশরাফ। এই ষড়যেন্ত্র প্ররিরোধে তাদের সজাগ থাকারও নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধরণ সম্পাদক।

সৌজন্য সাক্ষাত শেষে মহানগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাক্ষাতকালে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হয়েছে। দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিধান রেখে আইন সংশোধনের বিষয়ে আলাপ হয়েছে। এসময় সিলটের নেতারা, সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ের নিচের স্থানীয় সরকার প্রতষ্ঠানগুলোতে এই মূহূর্তে দলীয় পরিচয়ে নির্বাচনের ব্যাপারে আপত্তি জানিয়েছেন।

সিলেটের নেতাদের এই আপত্তির সাথে সৈয়দ আশরাফও সহমত পোষন করেছেন বলে জানান আসাদ উদ্দিন।

বিমানবন্দরে সৈয়দ আশরাফ ও এইচটি ইমামের সাথে সৌজন্য সাক্ষতকালে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি আশফাক আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত