বড়লেখা প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২১ ১৭:২২

বড়লেখায় সাইফুর হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় প্রকৌশলী সাইফুর রহমান হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি জয়নাল উদ্দিনকে (৫৫) পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার রতুলীবাজার এলাকার জামাল কমিউনিটি সেন্টারের সম্মুখ থেকে মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান তাকে গ্রেপ্তার করেন। জয়নাল উপজেলার বর্নি ইউপির আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। এর আগে মামলার এজাহার নামীয় আসামি বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেনকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। 

জানা গেছে, গত বছরের ৩১ জুলাই উপজেলার বর্নি ইউপির আহমদপুর গ্রামে নিজ বাড়ির মেঝেতে শোয়ানো অবস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গ্রামের আব্দুল আহাদের ছেলে। গ্রেপ্তার আসামি জয়নাল উদ্দিন পরিকল্পিত হত্যাকান্ডটি ধাপাচাপা দিতে সর্বপ্রথম ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয় বলে এলাকায় প্রচারণা চালায়। শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তখনই স্বজনরা পরিকল্পিত হত্যার অভিযোগ তোলেন। ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার সাইফুরের ময়নাতদন্ত প্রতিবেদন পায় পুলিশ। প্রতিবেদনে শ্বাসরোধে হত্যা উঠে আসায় ওইদিন নিহতের ছোটভাই এমদাদুর রহমান থানায় হত্যা মামলা করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করে।

সাইফুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান বলেন, ‘গ্রেপ্তার জয়নাল মামলার সন্দেহভাজন আসামি। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার ক্লু উদঘাটনের লক্ষ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত