জুড়ী প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০২১ ১৭:৩১

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজারের জুড়ীতে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসাইন আহমদ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত হোসাইন আহমদ উপজেলার হাসনাবাদ এলাকার মৃত মোক্তাদির আলী চেরাগের ছেলে।

সে জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহমানের ভাতিজা। রবিবার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে জুড়ী-লাঠিটিলা রোডে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জুড়ী-লাঠিটিলা রোডের তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সামনে স্মরনরায় ব্রিজের পাশে গোয়াল বাড়ি দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসাইন মারাত্বকভাবে মাথায় আঘাত পায়। পরবর্তীতে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে রফিক সুমন বলেন, হোসাইন আহমদ জুড়ী কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পাশ করে। সে ভালো খেলোয়াড় ছিল। কোয়াবের আয়োজনে জুড়ী কলেজ মাঠে চলা আলহাজ্ব শাহাব উদ্দিন প্রাইজ মানি খেলার ২য় রাউন্ডে খেলতে যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হয়।

জুড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত