শ্রীমঙ্গল প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২১ ১৮:৩৩

শ্রীমঙ্গলে সিলেট বিভাগের ত্রিপুরা সম্প্রদায়ের মতবিনিময় সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট বিভাগের ১৬টি ত্রিপুরা গ্রামের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা এবং নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে সভায় সাতছড়ি ত্রিপুরা গ্রামের হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মার সভাপতিত্বে এতে  প্রধান অতিথি ছিলেন দ্বারিকা পাল মহিলা কলেজের প্রভাষক জলি পাল।

এসময় বক্তব্য রাখেন, সভার আহ্বায়ক জনক দেববর্মা ও সুমন দেববর্মা, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী,বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি পংকজ কন্দ, ক্ষীরোদ দেববর্মা, ডলুছড়া ত্রিপুরা গ্রামের নারীনেত্রী মায়া রানী দেববর্মা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক সজিব দেববর্মা, যুবরাজ দেববর্মা,সাংবাদিক রঞ্জিত জনি প্রমুখ।

এসময় ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও বিভিন্ন ত্রিপুরা গ্রামের হেডম্যানগনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিনিধিরা সিলেট বিভাগের ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার কথা সভায় তুলে ধরেন। সভা শেষে নবগঠিত বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের ৩১সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের আনুষ্ঠানিক যাত্রা এবং শপথ গ্রহন অনুষ্টিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত