নবীগঞ্জ প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২১ ০০:৩০

নবীগঞ্জে পেট্রোল বোমা বিস্ফোরণ : সাবেক এমপিসহ ১৭ জনের নামে মামলা

নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে পথসভা শেষে পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে প্রধান আসামি করে ১৭ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০ জনকে। এ ঘটনায় ১০ জানুয়ারি রাতেই পুলিশ মকবুল হোসেন চৌধুরী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও বিভিন্ন সুত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে গত রবিবার বিকেলে শহরের নতুন বাজার এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল। এতে প্রায় সহশ্রাধিক লোকের সমাগম ঘটে। বক্তব্য শেষে প্রধান অতিথি সভাস্থল ত্যাগ করার সাথে সাথেই নতুন বাজার গোল চত্বর মোড়ে বিকট আওয়াজে দুটি পেট্রল বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটাছুটি করেন। শহরে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এঘটনায় ৩জন পথচারী আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় রাতেই নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার বাদী হয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে প্রধান আসামি করে ১৭ জনের নামে নবীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অপর আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সুষ্ঠু নির্বাচন সম্পনের জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন কোনো অপশক্তি প্রভাবিত করতে পারবেনা।’

 

আপনার মন্তব্য

আলোচিত