জগন্নাথপুর প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২১ ২০:২৮

জগন্নাথপুরে বিদ্রোহী মেয়র প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার কে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।

গত সোমবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আক্তারুজ্জামান আক্তার হোসেন কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়।

আসন্ন পৌর নিবাচনে স্বতন্ত্র প্রার্থী হিেেসবে আক্তারুজ্জামান আক্তার নির্বাচনে অংশ নিয়েছেন। অন্যদিকে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপস্থী কাজে লিপ্ত থাকায় সুনির্দিষ্ট অভিযোগে জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তিটি ভাইরাস করা হয়।

বহিস্কারের বিষয়ে আক্তারুজ্জামান আক্তার বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি লিখিত কোন কিছু পাইনি।

উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় বহিস্কার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত