ছাতক প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২১ ২২:০৫

ছাতকে প্রচারণার শেষ দিনে ভোটারদের দ্বারে দ্বারে দু’মেয়র প্রার্থী

সুনামগঞ্জের ছাতকে শেষ দিনের প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন দু’মেয়র প্রার্থী। প্রার্থীরা তাদের কর্মী-সমর্থক ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ছুটছেন পৌরসভার পাড়া-মহল্লায়। ভোটের পাল্লা ভারী করতে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট প্রার্থনা করছেন।

বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি পৌরসভার রেল কলোনী, দক্ষিণ বাগবাড়ী, কুমনা, নোয়ারাই, ফকিরটিলা, সিমেন্ট কারখানা, মন্ডলীভোগসহ বিভিন্ন এলাকায় শেষ দিনের প্রচারনায় ব্যবস্থ সময় পার করেছেন। প্রার্থীকে সাথে নিয়ে প্রচারনায় নিয়মিত অংশ নিয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরসহ নেতৃবৃন্দ। মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সির বিশ্বাস, অবাধ নিরেপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ছাতক পৌরসভায় ধানের শীষের বিজয় হবে। ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে  প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। নিরপেক্ষতার মাধ্যমে একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরী শেষ দিনের প্রচারনায় তিনিও ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। কালীবাড়ী, মন্ডলীভোগ, সোরাবনগর, হাসপাতাল রোড, বাজনামহল, কুমনা, শ্যামপাড়া, নোয়ারাই, সিমেন্ট কারখানা, লেবারপাড়া, ফকিরটিলাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। বিকেলে আওয়ামীলীগ আয়োজিত গণ মিছিল ও নির্বাচনী জনসভায় অংশ নেন মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী।

এ ছাড়া নির্বাচনী প্রচারনায় আওয়ামীলীগের কেন্দ্রিয় সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনুসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। প্রার্থী আবুল কালাম চৌধুরীর বিশ্বাস, উন্নয়নের পক্ষে পৌরবাসী তাদের মূল্যবান রায় প্রদান করবে। মেয়র হিসেবে তার উপর আস্তা আছে বলেই বিগত পৌরসভা নির্বাচনে পৌরবাসী তাকে টানা তিনবার পৌরপিতার আসনে অধিষ্ঠিত করেছে। ১৬ জানুয়ারী নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশাবাদী। ১৬ জানুয়ারী ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য তিনি ভোটারদের প্রতি আহবান জানান।

আসন্ন ১৬ জানুয়ারীর নির্বাচনে পৌরসভার ১৯টি কেন্দ্রে ৩০ হাজার ২৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ২৭১ জন এবং নারী বোটার ১৫ হাজার ৯জন।
 

আপনার মন্তব্য

আলোচিত