মাধবপুর প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২১ ২০:০৬

মাধবপুরে বিদ্রোহীতে ডুবলো আ. লীগ, বিএনপির মানিক বিজয়ী

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন ৪ জন। এরমধ্যে ৩জনই আওয়ামী লীগের। বাকী একজন বিএনপির। একই দলের তিন নেতা একই পদে প্রার্থী হওয়ায় বিপাকে ছিলো ক্ষমতাসীন দলটি। নির্বাচনের ফলাফলেও মিললো এর প্রমাণ। বিদ্রোহীতে ডুবলো আওয়ামী লীগ।

মাধবপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক বিজয়ী হয়েছেন।
 
ভোট গননা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিককে (ধানের শীষ প্রতীক ) বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
 
প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোট বৈধ ভোট ১২ হাজার ৮৩৩ টি। ধানের শীষ প্রতীক নিয়ে হাবিবুর রহমান মানিক ৫ হাজার ০৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী পংকজ কুমার সাহার চেয়ে ৮৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
 
পংকজ কুমার সাহা (নারিকেল গাছ প্রতীক) পেয়েছেন ৪১৮৫  ভোট । এছাড়া আওয়ামী লীগের আরেক বিদ্রোহী শাহ মো. মুসলিম (জগ প্রতীক)  পেয়েছেন ৩০৪৯ ভোট। আর আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত নৌকা প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়েছেন।  
 
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার এটি পঞ্চম নির্বাচন। ৯টি ওয়ার্ডে নিয়ে গঠিত আট বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণির পৌরসভায় ভোটার রয়েছে ১৫ হাজার ৯৮৭জন।এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১০৭ জন ও মহিলা ৭ হাজার ৮৮০ জন।
 
সিলেট বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই পৌরসভায় দ্বিতীয় ধাপে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ৯টি ওয়ার্ডের ৯ টি সেন্টারের ৪০ টি কক্ষে বিরতিহীনভাবে নজিরবিহীন নিরাপত্তায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত