নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২১ ২০:১৩

সিলেটে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ এসআই আটক

সিলেট নগরীতে ইয়াবা বিক্রি করার সময় পুলিশের এক উপ পরিদর্শক (সাময়িক বরখাস্ত)কে আটক করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর সুবিদবাজার এলাকা থেকে রুকন উদ্দিন ভুঁইয়া (৪০) নামের ওই পুলিশ সদস্যকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।

এসময় রীমা (৪২) নামের এক নারী এবং জসিম উদ্দিন (২৪), ফাহিম শাহরিয়ার (৪১) ও ফরিদ আহমেদ (৪৫) নামের আরও তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৮২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, রুকনসহ আটককৃত সকলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, আটক এসআই মো. রোকন উদ্দিন ভূঁইয়া সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে সিলেটের আর্মড পুলিশ ব্যাটালিয়নের লালাবাজার ব্যারাকে কর্মরত রয়েছেন।

এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অভিযোগে ইয়াবা ও নিজের কথিত স্ত্রীসহ রুকনকে আটক করেছিল র‌্যাব-৯। পরে তিনি এ ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন লাভ করেন।

আপনার মন্তব্য

আলোচিত