সুনামগঞ্জ প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০১৫ ১৪:০৯

সুনামগঞ্জে গণজাগরণ মঞ্চের মিছিল, সমাবেশ

মুক্ত চিন্তার লেখক-প্রকাশককে হত্যা ও তাদের উপর হামলার প্রতিবাদে আহুত হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সুনামগঞ্জ গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার সকালে সাড়ে ৯টায় পৌর কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিল সমাবেশে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে অংশ নেয়। 

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশে একের পর এক মুক্ত-চিন্তার লেখক, প্রকাশক ব্লগার খুন হচ্ছেন। কিন্তু তাদের খুনীরা এখনো ধরা-ছোয়ার বাইরে রয়ে গেছে। বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেশবাসীকে সন্ত্রাসী খুনীদের প্রতিরোধ করার আহ্বান জানান।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, বিজন সেন রায়, শামস শামীম, রইছুজ্জামান, শিমন চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত