শাবি প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২১ ২২:০৫

খুবি শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিতে মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ও দুই শিক্ষার্থী বহিষ্কারকে ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে দুই শিক্ষার্থী ও শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

এসময় বক্তারা বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা প্রশাসনের বিরুদ্ধে নয়। বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থীদের জায়গা হয়, তাহলে শিক্ষার্থীরা দাবি আদায়ের কথা বলে বহিষ্কার হবে কেন? বিশ্ববিদ্যালয়গুলো যেন বহিষ্কারের কারখানা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্বৈরাশাসন জেঁকে বসেছে তারই প্রমাণ খুবি শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ।’

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার খেলা বন্ধ কর’, ‘খুবিতে ছাত্র-শিক্ষক বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল কর’, ‘বিশ^বিদ্যালয়ে মত প্রকাশের অধিকার খর্ব করা বন্ধ কর’,সহ বিভিন্ন ফেস্টুন দেখা যায়।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের পাঁচ দফা আন্দোলনে যুক্ত থাকার কারণে বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলামকে (১৭ ব্যাচ) অসদাচরণের অভিযোগে বহিষ্কার করা হয়। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সন্ধ্যার পর থেকে ঐ দুই শিক্ষার্থী ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন।

আপনার মন্তব্য

আলোচিত