ছাতক প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২১ ১৪:০৯

ছাতকে কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত

ছাতকে কৃষক পর্যায়ে ডাল, তেল, সরিষা, মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ প্লট পরিদর্শন, মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তরখুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য আব্দুল হামিদের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাঠ দিবস ও ডিসকাশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ফরিদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল মন্নাফ, জেলা প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান।

বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শিপলু আহমদ ও কৃষক মিজানুর রহমান।

এসময় উপ সহকারি কৃষি কর্মকর্তা, আনিসুর রহমান, সাংবাদিক আমির আলী, সদরুল আমিন, মাহবুব আলমসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে ইসলামপুর ইউনিয়নের পান্ডব গ্রামেও পৃথক কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত