কমলগঞ্জ প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি , ২০২১ ২১:৪৪

কমলগঞ্জে ১০৩ লিটার মদসহ নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ফাঁড়ি কানিহাটি চা বাগান থেকে ১০৩ লিটার চোলাই মদ ও ২০ লিটার ওয়াশসহ (তৈরীর উপকরণ) এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই নারী কানিহাটি চা বাগানের অফিস লাইনের মৃত আনন্দ মৃধার স্ত্রী স্বরসতি মৃধা (৪০)।

শনিবার বেলা ২টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) মো. শাহ আলম ও উপ পরিদর্শক (এসআই) এনামুল হকসহ পুলিশের একটি দল কানিহাটি চা বাগানে নারীর বসত ঘর থেকে মদসহ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, কানিহাটি চা বাগানে একটি চক্র নিয়মিত দেশী চোলাই মদ তৈরী করে বিক্রি করছে। এঅভিযোগে শনিবার আকস্মিক কানিহাটি অফিস লাইন এলাকায় স্বরসতি মৃধার বসতঘরে অভিযান চালিয়ে ১০৩ লিটার ঘরে তৈরী চোলাই মদসহ তৈরীর উপকরণ ২০ লিটার ওয়াশ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত