চুনারুঘাট প্রতিনিধি

০২ মার্চ, ২০২১ ০০:৫৪

চুনারুঘাটে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

“মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার” এ স্লোগানকে সামনে রেখে চুনারুঘাটে ২য় জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। প্রতিবছর ১ মার্চ সারা দেশে দিবসটি পালিত হয়।

১ মার্চ সোমবার সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল এর পরিচালনায় চুনারুঘাট উপজেলার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স সহ যৌথভাবে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী চুনারুঘাট পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকতা সত্যজিত রায় দাশ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকতা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন, আনসার ভিডিপি কর্মকতা রাকিবুল হাসান, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স হবিগঞ্জ জেলা ইনচার্জ আবুল কালাম ও চুনারুঘাট শাখার ইনচার্জ ফারুক মিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা ও বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা বলেন, সরকার বীমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বীমা খাতের উন্নয়নে জাতির পিতার দেখানো পথই আমরা অনুসরণ করছি। বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে হস্তান্তর করা। দেশের পৌনে দুই কোটি মানুষ বিভিন্ন ধরনের বীমার আওতায় রয়েছেন। অবশ্য বাংলাদেশে বীমা সম্পর্কে এখনো অনেকেই ইতিবাচক ধারণা পোষণ করেন না।

প্রসঙ্গত, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতিবছর বীমা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয় এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছে। এ উপলক্ষ্যে প্রতিবছর মেলার আয়োজন করা হলেও করোনার কারণে এবার অনুষ্ঠান সীমিত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত