ছাতক প্রতিনিধি

০২ মার্চ, ২০২১ ১৯:১৩

ছাতকে সড়কের জায়গা থেকে অবৈধ ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জের ছাতকে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২মার্চ) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন, সওজ বিভাগের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রিট আবদুল লতিফ খান।

এসময় সোজ'র অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার  গোবিন্দগঞ্জ ব্রিজের পূর্বপার থেকে ট্রাফিক পয়েন্ট ও ছাতক সড়কে সওজ বিভাগের জায়গায় অসংখ্য স্থাপনা গড়ে উঠে। এতে কর্তৃপক্ষ প্রতি বছর এসব স্থাপনা উচ্ছেদ করে দেয়ার পর আবারও গড়ে উঠে স্থাপনা। সম্প্রতি এসব স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য নোটিশ করে মাইকিং করা হয়। কিন্তু অবৈধ দখলকারীরা কর্নপাত করেন নি। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা ৫ ঘন্টা উচ্ছেদ অভিযানে গুটিয়ে দেয়া হয় অসংখ্য সেমিপাকা ও টিনসেডের অবৈধ স্থাপনা।

আপনার মন্তব্য

আলোচিত