বড়লেখা প্রতিনিধি

০৫ মার্চ, ২০২১ ১৫:৩৫

বড়লেখায় ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় ১১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের মৃত আফতাব আলীর ছেলে কামাল হোসেন (৩৫) ও সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের এনাম উদ্দিনের ছেলে সায়েদ আহমদ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপান সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) আউয়ালসহ একদল পুলিশ দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এসময় কামাল হোসেন ও সায়েদ আহমদকে ১১৬ বোলত ভারতীয় ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য বিভিন্ন এলাকায় পাচার করছিল।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার (৫ মার্চ) দুপুরে বলেন, ‘মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা

আপনার মন্তব্য

আলোচিত