নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২১ ১৯:৪০

তারুণ্যের জয়োচ্ছ্বাসে সিলেটে বই বিনিময় উৎসব

আলোর ফুলকি ছড়িয়ে তারুণ্যের জয়োচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো ইনোভেটর আয়োজিত বই বিনিময় উৎসব। সিলেটে প্রথমবারের মতো বইপড়ুয়াদের সংগঠন ইনোভেটরের উদ্যোগে ব্যতিক্রমী এ আয়োজন মুখর হয়ে উঠেছিল বইপ্রেমীদের আনাগোনায়।

শনিবার, ৬ মার্চ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় নানাবয়সী পড়ুয়ারা বই, ম্যাগাজিন,স্মারক বিনিময় করেন।

বিনিময় শুরুর পুর্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর সবচেয়ে ঐশ্বর্যবান জিনিস হচ্ছে বই। বই বিনিময়ের মাধ্যমে আসলে জ্ঞানের বিনিময় হয়। পাঠকদের উদ্দেশ্যে তারা বলেন, বই বিনিময় মানে আলো দিয়ে আলো নেয়া, সুন্দরের বিনিময়ে সুন্দরকে পাওয়া। ইনোভেটর এর এ আয়োজনকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, পড়ুয়াদের সংখ্যা বাড়লেই সমাজ থেকে অন্ধকার দূর হবে। বইপড়ায় সন্তানদের উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান তারা।

ইনোভেটর এর মুখ্য সঞ্চালক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ এর সভাপতিত্বে এবং নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জেলা পরিষদ সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা ও সিলেটের প্রথম শহিদমিনার '৮ই' এর নকশাকার হায়দার হোসেন মুক্তা। এছাড়াও শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত ও সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্ধোধনী অনুষ্ঠানের পরপরই বই বিনিময় উন্মুক্ত করে দেয়া হয়। এসময় নানা বয়সী পাঠকরা লাইন ধরে নিজেদের বই দিয়ে পছন্দের বই নেন। সন্ধ্যা পর্যন্ত এ অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক বিভিন্ন বয়সের বইপ্রেমী বই বিনিময়ে অংশ নেন।

অনুষ্ঠান সমন্বয় করেন ইনোভেটর এর প্রধান সমন্বয়কারী প্রভাষক সুমন রায়, সমন্বয়ক আশরাফুল ইসলাম অনি, সুমিতা দাশ, আরাফাত হোসেন, সুলতান হোসেন চৌধুরী, ঈশিতা ঘোষ চৌধুরী, নিহাম মতিন,বদরুল ইসলাম শাকির ও প্লপা চৌধুরী প্রমুখ। বইপ্রেমীদের পাশাপাশি সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনের উপস্থিতিতে বইবিনিময় উৎসব মুখর হয়ে উঠে।

সন্ধ্যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। 

আপনার মন্তব্য

আলোচিত