জগন্নাথপুর প্রতিনিধি

০৬ মার্চ, ২০২১ ২০:৫৪

জগন্নাথপুরে নারীর আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন সন্তানের জননী লায়লা বেগম (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গুরুতর আহতাবস্থায় শনিবার (৬ মার্চ) দুপুরে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরআগে শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে।

স্থানীয়রা জানান, বাউধরন গ্রামের একতার মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী লায়লা বেগম শনিবার সকালে ঘরের তীরের সঙ্গে শাড়ি বেঁধে তা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। এসময় পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল সাদাত বলেন, ‘স্বজনরা দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই নারীকে। তাকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছি। এখন তিনি অনেকটা ভালো আছেন। তার গলায় ফাঁসের দাগ রয়েছে।’

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আত্মহত্যার চেষ্টার কারণ জানা যায়নি। তবে গত কয়েকদিন ধরে তিনি অন্যমনস্ক থাকতেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।’

আপনার মন্তব্য

আলোচিত