নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২১ ২১:০৮

নারী দিবসে সিলেটে শুরু হচ্ছে নারী উদ্যোক্তা সম্মেলন ও পন্য প্রদর্শনী

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী ৮ মার্চ (সোমবার) উদ্বোধন করা হবে। সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যোগে সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ খেলার মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।

বিশেষ অতিথি থাকবেন এডভোকেট শামীমা আক্তার খানম এমপি, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশিদ চৌধুরী, মানব পাচার অপরাধ ট্রাইব্রুনাল সিলেটের স্পেশাল পিপি এডভোকেট শাহ মোশাহিদ আলী, কুমিল্লা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি, শেরপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিজা মাসুদ।

এতে সভাপতিত্ব করবেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।

আপনার মন্তব্য

আলোচিত