চুনারুঘাট প্রতিনিধি

০৭ মার্চ, ২০২১ ২২:৪৮

চুনারুঘাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

হবিগঞ্জের চুনারুঘাটে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলন, সেই মহাকাব্যিক ভাষণ প্রচার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচিতে উদযাপিত হয় ঐতিহাসিক এ দিনটি।

৭ মার্চ সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসবী সংগঠনসহ সকল শ্রেনী পেশার মানুষ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ ও বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচানা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সত্যাজিত রায় দাশের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, নারী ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ প্রমুখ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১১টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ই মার্চের ভাষণ, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য প্রতিযোগিতা এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত