সিলেটটুডে ডেস্ক

১০ মার্চ, ২০২১ ১৯:৩০

সিলেটে কর্ম প্রত্যাশীদের নিবন্ধন করছে যুব ইউনিয়ন

দেশের কর্মহীন যুবকদের ঐক্যবদ্ধ করে কর্মসংস্থানের দাবিতে আন্দোলন গড়ে তুলতে কর্ম প্রত্যাশীদের নিবন্ধন করছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১০ মার্চ) সিলেটে এ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটি।

বুধবার বিকেল ৫টায় নগরের রিকাবীবাজার পয়েন্টে এ কর্মসূচির সূচনা ঘোষণা করে সমাবেশ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে নগরের বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নিরঞ্জন দাস খোকনের সভাপতিত্ব ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমনের পরিচালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য মতিউর রহমান, সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক এস কে শাকিল, দপ্তর সম্পাদক সন্দীব দেব, সদস্য জামিল আহমেদ, কাজল গোয়ালা, যুব নেতা রিপন ঘোষ।

এসময় সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, মহানগর সংসদের সাধারণ সম্পাদক বিশাল দেব, সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, এসমি কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান প্রান্তিক, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী অভ্রবেদী সন্দীপ প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নিরঞ্জন দাস খোকন বলেন, ‘করোনাকালে প্রায় ৩ কোটি মানুষ কাজ হারিয়েছেন। প্রাতিষ্ঠানিক খাতে প্রায় ১৩ ভাগ মানুষ চাকরিচ্যুত হয়েছেন। ফলে জনজীবনের সংকট আরও তীব্রতর হচ্ছে। তাই অবিলম্বে কর্মহীন হয়ে পড়া যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে কাজের ব্যবস্থা, করোনায় প্রবাস ফেরত যুবকদের প্রবাসে কর্মে ফিরে যাওয়া নিশ্চিত, সরকারি শূন্য পদে নিয়োগ সংকট দূর এবং ঘুষ ছাড়া চাকরির ব্যবস্থা করতে হবে।’

এসময় বক্তারা আরও বলেন, ‘এ বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপিত হবে। কিন্তু আজও ১ কোটি ১০ লাখ প্রাতিষ্ঠানিক শ্রমিক, ২ কোটি ৩০ লাখ কৃষি শ্রমিক এবং আরও প্রায় ৩ কোটি ২০ লাখ অন্যান্য পেশার শ্রমজীবীর আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত হয়নি। বর্তমানে দেশের প্রায় ৪৭ শতাংশ শিক্ষিত যুবকের কাজ নেই। কিন্তু অন্যদিকে গত বছরের সরকারি হিসেব মতে সরকারি চাকরিতে ৩ লাখ ৬৯ হাজার ৪৫১টি শূন্যপদ রয়েছে। এ অবস্থায় দেশের বিপুল যুবকদের ঐক্যবদ্ধ করে কর্মসংস্থানের দাবিতে আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।’

আপনার মন্তব্য

আলোচিত