জগন্নাথপুর প্রতিনিধি

১৮ মার্চ, ২০২১ ২১:১৫

চাঁদা না পেয়ে জলমহালে হামলা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের সাতবিলা জলমহালের ইজারাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে জলমহালের ছাপড়া ঘর পুরিয়ে মাছ ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এমন অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ইজারাদার জামাল উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, সাতবিলা জলমহালটি ১৪২৭ বাংলা সনের জন্য রুপসপুর গ্রামের রিজু সুলতান ইজারা নেন।তার কাছ থেকে জলমহালটি সাবলিজ নেন চানপুর গ্রামের জামাল উদ্দিন। গত ১১ মার্চ চক তিলক গ্রামের নজরুল মিয়ার নেতৃত্বে একদল লোক দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত১২ মার্চ একদল লোক নিয়ে জলমহালের ছাপরা ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এবং ৭০/৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রাজিব রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত