বড়লেখা প্রতিনিধি

১৯ মার্চ, ২০২১ ২৩:৫১

শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা: প্রতিবাদে বড়লেখায় ছাত্রলীগের বিক্ষোভ

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সাম্প্রদায়ের বাড়িতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। বড়লেখা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে কমপ্লেক্স চত্ত্বরে শহীদ মিনারের সামনে পথসভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য সালেহ্ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রিকু দে প্রমুখ।

এসময় পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তানিমুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাব্বি, নয়ন দে, মাসুদুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকের আহমদ ও আবিদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক সফিউস সামাদ জুয়েল ও মারুফ আহমদ, প্রচার সম্পাদক টিপু চন্দ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের স্কুল সম্পাদক আরিফ আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রেজা চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক আরিফ আহমদ, সহ সম্পাদক সাব্বির আহমদ, সদস্য সুমিত দাস যতিন, সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি সুভন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাছিন মাহদি, সৌরভ দাস, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, পৌর ছাত্রলীগের সহ সভাপতি, আলি হোসেন, মুন নাথ, সাংগঠনিক সম্পাদক, সাইফুর রানা, সাবের আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা রাজ্জাক আহমদ, আলি রুহান, অর্নিরভান, ৮ নম্বর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি কাওছার মির্জা রনি, সাধারণ সম্পাদক সাহিদ হাসান শিমুল, আলি কাওছার, উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ আহমদসহ উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত