তাহিরপুর প্রতিনিধি

২০ মার্চ, ২০২১ ০০:০৪

শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা: প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দির ভাংচুর এবং নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে তাহিরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় তাহিরপুর সদর পুর্ব বাজারে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও জয়নাল আবেদীন কলেজের অধ্যক্ষ ফনী ভুষণ সরকার, তাহিরপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি সুধাংশু গাঙ্গুলি রতন, বীর মুক্তিযোদ্ধা শীতেশ রঞ্জন রায়, ব্যবসায়ী অনির্বাণ দাস, কৃপেশ তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু পরিবারগুলোতে হামলা, লুটপাট ও নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত