মৌলভীবাজার প্রতিনিধি

২১ মার্চ, ২০২১ ১৭:২০

মৌলভীবাজারের ৪০ স্থানে পুলিশের মাস্ক বিতরণ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক সচেতনতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মৌলভীবাজারে মাঠে নেমেছে পুলিশ।

রোববার (২১ মার্চ) দুপুরে শহরের চৌমোহনা চত্বরে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সদর মডেল থানার অফিসার ইনর্চাজ ইয়াছিনুল হকসহ জেলা পুলিশ ও সদর মডেল থানার কর্মকর্তারা।

এ সময় পুলিশের পক্ষ থেকে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান পুলিশ কর্মকর্তারা।

জেলার সাতটি উপজেলার চল্লিশটি স্থানে এই কর্মসূচি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে রোববার (২১ মার্চ) চৌমোহনা ছাড়াও কুসুমবাগ এলাকায় মাস্ক পরিধান নিশ্চিতে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। জেলাজুড়ে চেকপোস্ট চালু করেও সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত