সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০২১ ০১:৫৩

শাল্লায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ ও সহযোগী সংগঠনের মানববন্ধন

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ধর্মীয় সংখ্যালঘু ও মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা, ঘরবাড়ি লুট ও ধর্মীয় মন্দিরে হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট বিভাগ ও জেলা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা ও মহানগর এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মার্চ) বিকেল ৩টায় সিলেট জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মোঃ জিল্লুর রহমান এবং জেলা যুবলীগ নেতা মনোজ কপালী মিন্টুর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, এপিপি এডভোকেট সামছুল ইসলাম, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফ, বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা মনির আলী, বীর মুক্তিযোদ্ধা মো. কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মো. হীরা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা রাকেশ সরকার, বীর মুক্তিযোদ্ধা রজনী দাস, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা খুর্শিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মতি লাল মোহন্ত, বীর মুক্তিযোদ্ধা মতি লাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ক্ষিয়োদ মোহন দাস, বীর মুক্তিযোদ্ধা নায়েক আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট জেলার সদস্য বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য, আওয়ামীলীগ নেতা তপন পাল, পিযুষ মোদক, তপন ভট্টাচার্য্য, অঞ্জন চক্রবর্ত্তী, বিশ^জিতৎ চক্রবর্ত্তী, তপন চৌধুরী টুটুল, রনবিজয় ভট্টাচার্য্য, সুনর্মিল চক্রবর্ত্তী, তপন ভট্টাচার্য্য, রতন ভট্টাচার্য্য, প্রবীর ভট্টাচার্য্য, শ্রীমতি অর্পনা ভট্টাচার্য্য, হাওর উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সহ সভাপতি মাজেদুর ইসলাম সুমন, মোঃ আলম মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহিদা সুলতানা, মহানগর আহবায়ক মোঃ মানিক মিয়া,  সদস্য সচিব মোঃ সালা উদ্দিন, সন্তান কমান্ড নেতা নুর আহমেদ কামরা, সাইদুর রহমান, ময়না মিয়া, জেলা সদস্য শরিফ আহমদ প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত