ছাতক প্রতিনিধি

২২ মার্চ, ২০২১ ১৮:২১

বেদানার মৃত্যু হত্যা না আত্মহত্যা?

ছাতকে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের বিল্লাই গ্রামে মারা যান বেদানা বেগম (৪৫) নামে এক গৃহবধূ মারা যান। তার মৃত্যু হত্যা না আত্মহত্যা এ নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বামীর বাড়ীর লোকজনের দাবি, কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বেদানা বেগম। তবে বেদানা বেগমের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, স্বামীকে না বলে বাবার যাওয়ার কারণে স্বামীসহ পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে বেদানা বেগমকে। হত্যার পর তারা বেদানা বেগমের মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চালাচ্ছে।

বেদানা বেগম কালারুকা ইউনিয়নের বিল্লাই গ্রামের মনোহর আলীর স্ত্রী ও কালারুকা গ্রামের আতাউর রহমানের মেয়ে। ছাতক থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের জন্য বেদানা বেগমের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

স্থানীয় একাধিক লোক জানান, এটি হত্যা না আত্মহত্যা সঠিকভাবে বলা যাচ্ছে না। তদন্ত হলে মূল বিষয়টি বেরিয়ে আসবে।

ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত