জুড়ী প্রতিনিধি

২৬ মার্চ, ২০২১ ১৯:২৫

জুড়ীতে নারীকে পেটানোর ভিডিও ভাইরাল, অভিযুক্ত যুবদল নেতা

মৌলভীবাজারের জুড়ীতে এক নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আহত নারীকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক যুবদল নেতাকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের গ্রামের আব্দুল হান্নানের বোন কুলসুমা বেগম (৪৮) তার বাড়ির পাশে পৈতৃক সম্পত্তি দেখতে যান। সেখানে ফুলতলা ইউনিয়ন  যুবদলের আহবায়ক কমিটির  সদস্য শামীম আহমদ ও তার ভাই শাহীন আহমদ ঐ জায়গা তাদের বলে দাবি করেন। এতে নারী বাধা দিলে শাহীন আহমদ লাঠি দিয়ে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেন। এ ঘটনার ভিডিও মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

এ ব্যাপারে  অভিযুক্ত শামীম আহমদ জানান, এই জায়গা নিয়ে বিচার চলছে। কুলসুমা সহ তার ভাই আমাদেরকে মেরেছেন। আমরা থানায় অভিযোগ করেছি। আর ছড়িয়ে পড়া ভিডিওটি এডিটিং করা।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত