জৈন্তাপুর প্রতিনিধি

২৭ মার্চ, ২০২১ ১৫:৩৩

জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত

মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) বিকাল ৩ টায় উপজেলা সদরের রাজবাড়ী মাঠে  এ খেলা অনুষ্ঠিত হয়।

গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই খেলায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েকটি দল।

কাবাডি প্রতিযোগিতা দরবস্ত ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৫নং ফতেপুর ইউনিয়ন দল।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসীন আলীর সভাপতিত্বে ও উপ-পুলিশ পরিদর্শক কাজি শাহেদুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত ওমর ফারুক, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল,  জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সদস্য হানিফ আহমদ, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ,  বিএনপি নেতা ফারুক আহমদ, আব্দুল হক, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আওয়ামী নেতা হায়দার আলী,  রফিক আহমদ, যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, কুতুব উদ্দিন, প্রবাসী নেতা ফখরুল ইসলাম,  জৈন্তাপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার সম্পাদক শাহাজান কবির খান, এসআই মোফাক্কারুল, মাহবুবুল আলম, পার্থ, যুবলীগ নেতা আমিন আহমদ, ছাত্রনেতা আনোয়ার আহমদ প্রমুখ।



আপনার মন্তব্য

আলোচিত