জগন্নাথপুর প্রতিনিধি

২৭ মার্চ, ২০২১ ২০:২৯

জগন্নাথপুরে দুই দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

স্বাধীনতার সুর্বনজয়ন্তী উদযাপন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ স্বীকৃতি লাভ করায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে।

আজ শনিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি শংকর রায়সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এরআগে র‌্যালি অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের ২৬টি স্টল বসেছে।

আপনার মন্তব্য

আলোচিত