গোলাপগঞ্জ প্রতিনিধি

২৮ মার্চ, ২০২১ ১৩:৫৮

হেতিমগঞ্জে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

হটাও জঙ্গিবাদ-মৌলবাদ বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এ স্লোগানকে  সামনে রেখে জঙ্গিবাদ ও মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি হেতিমগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।   

ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন বিয়ষক সম্পাদক মনিরুল হক পিনুর পরিচালনা সভায় বক্তারা বলেন, সম্প্রতি জঙ্গি ও মৌলবাদীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। একটি চক্র গুজব ছড়িয়ে উসকানি দিয়ে সাধারণ মানুষকে বিপদমুখী করছে। ওইসব গুজবকারীদের কোনভাবেই ছাড়া দেয়া হবেনা।

বর্তমানে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন বা শুভেচ্ছা জানিয়েছেন। তারই ধারাবাহিতায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে ইতিহাস বিকৃত, স্বাধীনতা বিরোধী চক্র শান্তি প্রিয় সমাজকে অস্থিতিশীল করতে চায়। তারা তৌহিদী জনতাকে ব্যবহার করে ক্ষমতার বসার স্বপ্ন দেখছে। এদের চিহ্নিত করার আহবান জানান বক্তারা।    

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ময়নুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.রায়হানুরু রশীদ দুলাল, সিলেট মহানগর যুবলীগ নেতা কবির আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মনসুর হোসেন মুন্না, জেলা ছাত্রলীগ নেতা হক মোহাম্মদ সোপান, আরাফাত হক, উপজেলা যুবলীগ নেতা শাহী আহমদ, সাহেদ আহমদ, ইফতেখার আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের শুভ, ফারহান আহমদ মারজান, জাকারিয়া আহমদ, মোস্তাক আহমদ, জাহেদুল আহমদ, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিপন আহমদ, সিনিয়র সহ সভাপতি জাকারিয়া আহমদ লিমন, সাধারণ সম্পাদক আবুল কাশেম শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম মারজান, দপ্তর সম্পাদক আল আমিন আহমদ,  ক্রীড়া সম্পাদক এমদাদুল ইসলাম টিপু, লক্ষীপাশা ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজী তাওসিফ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত