গোলাপগঞ্জ প্রতিনিধি

২৮ মার্চ, ২০২১ ১৪:৪৭

গোলাপগঞ্জে শান্তিপূর্ণ হরতাল, মাঠে পুলিশ ও হেফাজত

সিলেটের গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে হেফাজতের ডাকা হরতাল চলছে। মোদী বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও হেফাজত কর্মীদের হত্যার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গোলাপগঞ্জে সকাল থেকেই হরতালকারীরা পৌর শহরের চৌমুহনীতে অবস্থান করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও হরতালকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন।

রোববার দুপুর ১টায় পৌর শহরের চৌমুহনীতে সরেজমিনে গিয়ে দেখা যায়, হেফাজতের কয়েক শতাধিক কর্মী পিকিটিং করছেন। তারা রোগী, বিদেশ যাত্রী সহ ব্যতিত অন্য যানবাহনগুলো আটকিয়ে ফিরিয়ে দিচ্ছেন। এছাড়াও গোলাপগঞ্জে একাধিক দোকানপাট হরতালের কারণে বন্ধ রাখতে দেখা যায়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন বলেন, আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করছি। কোন অপ্রীতিকর ঘটনায় আমরা বিশ্বাসী না। আমরা গণতান্ত্রিকভাবে আমাদের দাবি আদায় ও পুলিশ কর্তৃক  হেফাজত কর্মীদের গুলি করে হত্যার প্রতিবাদে  হরতাল কর্মসূচী পালন করছি। আমাদের হরতালে ড্রাইভার ভাইয়েরা সমর্থন দিয়েছেন। এজন্য তারা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়নি।         

এদিকে উপজেলার হেতিমগঞ্জ বাজার, ঢাকাদক্ষিণ বাজার সহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ পয়েন্টে ছোট দলে বিভক্ত হয়ে হেফাজতের কর্মীরা পিকিটিং করছে। তারা রাস্তায় চলাচল করা বিভিন্ন যানবাহন আটকিয়ে দিচ্ছেন।   দুপুর ২টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।   

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, হরতালে যাতে হেফাজত কর্মীরা কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এজন্য মাঠে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত