জগন্নাথপুর প্রতিনিধি

২৯ মার্চ, ২০২১ ২৩:২৯

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত তিন জন কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর খালপাড় গ্রামের আবদুল গফুর ও একই গ্রামের কালা মিয়া পক্ষের লোকজনের মধ্যে সোমবার বিকেলে শিশুর ঝগড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে কদরিছ মিয়া (৭০)আব্দুস ছত্তার (৯০) আল আমীন (১২),ফজল মিয়া (৪৩)আতিক মিয়া(৫০) আহত হন। তাদের জন্য কদরিছ মিয়া (৭০), আব্দুস ছত্তার (৯০) আল আমীন (১২) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর দুই আহত ফজল মিয়া (৪৩)আতিক মিয়া(৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক খোকন চন্দ্র সাহা বলেন, আহত ৫ জনের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আহতরা সবাই দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ পরিদর্শক সফিকুল ইসলাম জানান সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে। সংঘর্ষের সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এখনো কোন মামলা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত