হবিগঞ্জ প্রতিনিধি

৩০ মার্চ, ২০২১ ১৭:৫৮

আজমিরীগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে ৩ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গাঁজা বিক্রির অভিয়োগে মোহাম্মদ মামুন নামে এক (৪৮) ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় তার কাছ থেকে ৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে এ দণ্ডাদেশ প্রদান করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মামুন উপজেলার শরীফনগর গ্রামের ধনাই মিয়ার ছেলে।

ইউএনও মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মতিউর রহমান শরীফনগর এলাকায় অভিযান চালান। এ সময় ৩০ পুরিয়া গাঁজাসহ মামুনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুসারে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজাগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করে।

আপনার মন্তব্য

আলোচিত