সিলেটটুডে ডেস্ক

৩০ মার্চ, ২০২১ ১৮:০৭

হেফজত কর্মী নিহতের প্রতিবাদে নগরীতে মহানগর বিএনপির বিক্ষোভ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে বায়তুল মোকাররম মসজিদে মোদীবিরোধী বিক্ষোভে হামলা এবং চট্রগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়ীয়া দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে হেফাজতে ইসলামের নেতাকর্মী মৃত্যুর প্রতিবাদে নগরীতে মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি।

সোমবার বিকেলে মিছিলটি তেলিহাওর থেকে শুরু হয়ে রেজিষ্ঠারে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে গিয়ে মিলিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, শ্রম বিষয়ক সম্পাদক  ও মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, মহানগর পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল কাহির চৌধুরী, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হাদি মাসুম, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক দুলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ-শিল্প সম্পাদক নজির হোসেন, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহির আলী মাখন, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার ও সহ-সভাপতি আব্দুস সবুর, ২৪নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক স্বাধীন ও শাহীন আহমদ, ৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ২৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, ৮নং ওয়ার্ড সহ-সভাপতি গিয়াস মিয়া, বিএনপি তো শফিক নুর, শাহজাহান আহমদ, জমশেদ মিয়া, শাহানুর মিয়া, রিপন আহমদ, কাঞ্চন আহমদ, হাবিবুর রহমান হাবিব, মহানগর শ্রমিক দলের সহ-সভাপতি নুরুল ইসলাম ও আবুল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জামাল আহমদ খান, হকার্স দল নেতা আব্দুল আহাদ প্রমূখ।
                    

আপনার মন্তব্য

আলোচিত