বড়লেখা প্রতিনিধি

৩০ মার্চ, ২০২১ ২০:০৭

বড়লেখায় সংবর্ধনা ও মরোণত্তর সম্মাননা পেলেন ২৩ বীর মুক্তিযোদ্ধা

মৌলভীবাজারের বড়লেখায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও ১৩ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে।

গত রোববার দুপুরে কাঠালতলী উচ্চ বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আব্দুল জলিল, সৈয়দ বেলায়েত হোসেন, আব্দুল করিম, মঈন উদ্দিন, মোহাম্মদ নজির আলী, মুফজ্জিল আলী, সিকন্দর আলী, মো. শরফ উদ্দিন। মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন-সাইফুর রাজা দুলু, জমির উদ্দিন, জহির উদ্দিন, আব্দুল নূর, আব্দুল মুতলিব, আবুল হোসেন, ছমির উদ্দিন, কমর উদ্দিন, আব্দুল মতিন, আব্দুল রউফ, আব্দুল মতিন, রফিজ আলী ও রতন সিং ভৌমিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। পরিষদের সদস্য তোফায়েল আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক এপিপি গোপাল দত্ত, উপজেলা সহকারী কমান্ডার আব্দুল হান্নান, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, সংগঠনের উপদেষ্টা প্রবাসী আতিকুর রহমান আতিক ও সৈয়দ মাসুদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র, সংগঠনের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল সাজু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত