কুলাউড়া প্রতিনিধি

০১ এপ্রিল, ২০২১ ১৯:৪৯

কুলাউড়ায় মাস্কবিহীন চলাফেরা করায় জরিমানা

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পরে চলাফেরা করায় মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ৩টা থেকে ঘণ্টাব্যাপী পৌরশহরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ রোধে সরকারের জারীকৃত স্বাস্থ্যবিধির নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষের চলাফেরা বন্ধ ও মাস্ক পরিধান নিশ্চিতে এই অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৩টা থেকে কুলাউড়া শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইশত টাকা থেকে পাঁচশত টাকা করে মোট ৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন। এসময় সাথে ছিলেন কুলাউড়া থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম সিলেটটুডেকে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। ১০টি মামলার মাধ্যমে ৩ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত