নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০১৫ ১৬:২৭

শিশু সাঈদ হত্যা: আদালতে ওলামা লীগ নেতার আত্মসমর্পণ

সিলেটে শিশু আবু সাঈদ হত্যা মামলার আসামী জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মাহি হোসেন মাছুম আদালতে আত্মসমর্পন করেছেন। আজ সকালে তিনি সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত রবিবার এই আদালত থেকেই মাহি হোসেন মাছুম বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেওয়া হয়।

চলতি বছরের ১১ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। এরপর ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়াস্থ ঝর্ণারপাড় সবুজ-৩৭ নং বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর, র‌্যাবের সোর্স গেদা ও ওলামা লীগ নেতা রাকিবকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর গা ঢাকা দেয় ওলামালীগের আরেক নেতা মাছুম।

এদিকে, গ্রেফতারের পর এবাদুর, গেদা ও রাকিব তিনজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তারা সাঈদ হত্যার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

নিহত আবু সাঈদ রায়নগর হযরত শাহ মীর (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই এলাকার দর্জিবন্দ বসুন্ধরা ৭৪ নম্বর বাসার আব্দুল মতিনের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এড়ালিয়াবাজারের খশিলা এলাকায়।

আপনার মন্তব্য

আলোচিত