নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০১৫ ১৫:৩৭

পীরের বাজারে বাসের ধাক্কায় স্কুল ছাত্রী গুরুতর আহত, সড়ক অবরোধ

বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে স্কুল শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দুইটায় সিলেট-তামাবিল মহাসড়কের পীরের বাজার এলাকায় জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে জাফলং থেকে সিলেটগামী বিরতিহীন একটি বাস ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

এরপর জহিরিয়া স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহত স্কুল ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁর অবস্থা গুরুতর"।

তবে স্কুল ছাত্রীর পরিচয় জানাতে পারেন নি তিনি।

এদিকে ঘণ্টা দেড়েক অবরোধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তোলে নিলে সিলেট-তামাবিল মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত