নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০১৫ ১৫:১২

নগরীর সাগর দিঘিরপাড়ে শিবিরের বোমা বিস্ফোরণ

সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় মিছিল করে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে শিবির। বোমা বিস্ফোরণের পরই পালিয়ে যায় শিবির নেতাকর্মীরা।

বুধবার দুপুর ১ টায় সাগরদিঘীড় পয়েন্ট এলাকায় সাগরদিঘীরপাড় পয়েন্টে মিছিল শুরু করে শিবির নেতাকর্মীরা। মিছিল শুরু করেই তারা হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।

এ রায়ের প্রতিবাদে ও বৃহস্পতিবার হরতালের সমর্থনে জামায়াত শিবিরের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী সাগরদিঘীরপাড় এলাকায় মিছিল বের করে। ‘নারায়ে তাকবির’ শ্লোগান দিয়ে মিছিল শুরু করেই তারা একটি হাত বোমা বিস্ফোরন ঘটায়। এতে এলাকায় সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছার আগেই শিবির নেতা কর্মীরা পালিয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত