জগন্নাথপুর প্রতিনিধি

২৬ জুলাই, ২০২১ ১৬:১৪

ফেয়ার ফেইস জগন্নাথপুরের সচেতনতামূলক ক্যাম্পেইন

করোনাভাইরাস (কোভিড-১৯) -এর বর্তমান পরিস্থিতিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে সুরক্ষিত রাখতে উপজেলা ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংঘটন ফেয়ার ফেইস জগন্নাথপুরের জন সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ জুলাই) জগন্নাথপুর উপজেলার পৌর পয়েন্ট, সিলেটগামী বাসস্ট্যান্ড, ডাকবাংলা রোড, রানীগঞ্জ রোড, টি-এনটি রোড, হসপিটাল পয়েন্ট ও হসপিটাল সংলগ্ন আশেপাশের এলাকায় এই সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় ফেয়ার ফেইস জগন্নাথপুরের সদস্যগণ বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান সম্বলিত প্লে-কার্ড ও ফেস্টুন প্রদর্শন করে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। এছাড়া প্রান্তিক ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

ফেয়ার ফেইস জগন্নাথপুরের সদস্য ইউনুস বলেন, জগন্নাথপুরকে সুরক্ষিত রাখতেই আমাদের এই প্রচেষ্টা। এ ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত