কমলগঞ্জ প্রতিনিধি

২৬ জুলাই, ২০২১ ১৮:১৮

কমলগঞ্জে বিশেষ অভিযানে মদসহ আটক ২

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) রাত ৮টায় উপজেলার শমশেরনগর চা-বাগানের আদমটিলার চন্দন চাষার বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের মৃত রচমি রবিদাসের ছেলে মন্টু রবিদাশ (৪৫) ও দেবারাই বহর গ্রামের মৃত লক্ষণ রবিদাশের ছেলে শুকলাল রবিদাশ (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টায় (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলর এসএসপি শহিদুল হক মুন্সীর নেতৃত্বে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ও ওসি (তদন্ত) সোহেল রানাসহ একদল পুলিশ শমশেরনগর চা বাগানের আদমটিলার চন্দন চাষার বসতঘরে অভিযান পরিচালনা করেন।

এসময় তার বসতঘর থেকে ৫০০ লিটার দেশীয় মদসহ মন্টু রবিদাস ও শুকলাল রবিদাসকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চন্দন চাষা পালিয়ে যায়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ৫শ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত