সিলেটটুডে ডেস্ক

২৭ জুলাই, ২০২১ ১৭:২৮

ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ১৪৩ জন

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় অন্তত ১৪৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। নতুন রোগীদের মধ্যে মাত্র একজন ঢাকার বাইরের বাসিন্দা।

এর আগে গতকাল সোমবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১২৩ জন ও গত শনিবার ভর্তি হয়েছিলেন ১০৪ জন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর মোট এক হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা মাত্র ৫১ জন।

মোট শনাক্তদের মধ্যে চলতি মাসেই শনাক্ত হয় এক হাজার ৫৭৩ জন। গত মাসে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।

তবে, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ৫০৯ জন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং সাত জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।

আপনার মন্তব্য

আলোচিত