নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫৯

ফেঞ্চুগঞ্জ উপজেলা আ.লীগ নেতা কয়েসের বহিস্কারাদেশ প্রত্যাহার

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক আবদুল আওয়াল কয়েসের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই বহিস্কারাদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়। সিলেট-৩ আসনের উপনির্বাচনের সময় সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে ৩ সেপ্টেম্বর বহিষ্কার করা হয়েছিল ফেঞ্চুগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল কয়েসকে।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী সভায় সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে জানিয়ে সভায় বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সর্বসম্মতিক্রমে তাকে স্বপদে বহাল রেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ে কার্যনির্বাহী কমিটির সভা থেকে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতা-কর্মীকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি উপনির্বাচন পরিচালনায় ২১টি ইউনিয়নে নির্বাচন তদারকির দায়িত্ব পাওয়া জেলার নেতাদের প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানানো হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিলেট-৩ আসনের নবনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন।

আপনার মন্তব্য

আলোচিত