বানিয়াচং প্রতিনিধি:

৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৫৩

বানিয়াচংয়ে ভিজিডির চাল উদ্ধার: আটক ২

সরকারি চালসহ আটক দুই ব্যক্তি।

বানিয়াচংয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর (ভিজিডি) ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এসময় ২ জনকে আটক করা হয়। 

বানিয়াচং থানা পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথভাবে এ অভিযান চালায়।

আটককৃতরা হল- আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের বীরেশ্বর গোপের ছেলে ব্রজেম্বরর গোপ (৪৬) ও একই উপজেলার জলসুখা গ্রামের শ্রীবাস দাসের ছেলে শ্রী কৃষ্ণ দাস (৩০)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমিরখানী বিজয়নগর নতুন ব্রিজ (শরীফ উদ্দিন রোডে) এলাকা থেকে ৩০ কেজি চালের ১৪টি বস্তাসহ ২ জনকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে সকাল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডির চাল বিতরণ শুরু হয়। পাচারকারিরা ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল কৌশলে পাচার করে নিয়ে যাওয়ার সময় অভিযান চালানো হয়। এসময় সরকারি চাল জব্দ ও তাদেরকে আটক করা হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ২জন বানিয়াচং থানা হেফাজতে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত