ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

২৫ জানুয়ারি, ২০২২ ০০:১৪

ফেঞ্চুগঞ্জে মাস্ক না পরায় জরিমানা

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে জরিমানা গুনতে হচ্ছে অনেককে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ আরোপ করার পর সিলেটের ফেঞ্চুগঞ্জে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ে অজুহাত দেখালেও পার পাওয়া যাচ্ছে না।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট, হাসপাতাল রোড, পশ্চিম বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ।

এ সময় মাস্ক না পরায় যানবাহন চালক ও পথচারী ১৪ জনের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ জানান, সংক্রামক রোগ বিস্তারে ভূমিকা রাখার অভিযোগে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ ও ২৫ ধারায় বেশ কিছু স্থানে জরিমানা করা হয়েছে। অভিযানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত